রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন।
তিনি বলেন, সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে।
ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি সমর্থিত প্রার্থীদের যারা এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উল্লেখিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটির মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএইচ/ওএইচ/