ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

না’গঞ্জে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
না’গঞ্জে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে কেক কেটে এ উদযাপন করে সোনারগাঁও থানা ছাত্রদলের নেতা-কর্মীরা।  

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদের পাশাপাশি প্রথম প্রহর উদযাপন করা হয়।

এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নির্দেশে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা ছাত্রদল নেতা মো. কাউসার, সোহেল রানা, নোবেল মীর, আল-আমিন বেপারী, করিম রহমান, ইমরান ফারুক, অ্যাডভোকেট সুমন, দিপু ভূঁইয়া, সানি আহমেদ, আলামিন মোল্লা, সামির, আমিনুল ইসলাম, ফরহাদ, আলামিন সরকার, জহিরুল ইসলাম, তুষার, আহমেদ শাকিল, কাউসার আহমেদ ও পৌর ছাত্রদল নেতা আবু মূসাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।