ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ড. কামালের সঙ্গে বিএনপির ২ মেয়র প্রার্থীর সাক্ষাৎ বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
ড. কামালের সঙ্গে বিএনপির ২ মেয়র প্রার্থীর সাক্ষাৎ বুধবার

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী। বুধবার (০৮ জানুয়ারি) তাদের সাক্ষাতের কথা রয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

তারা গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করবেন। এ দিন বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা সাক্ষাৎ করবেন।

জানতে চাইলে মিন্টু বলেন, এটা তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।