মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বুধবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনীতিতে অর্থনীতি হচ্ছে প্রধান সংকট।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন তা সত্য নয়, যেমন তিনি বলেছেন, ৭৫ এর পরে বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল একথাগুলো চরম উল্টো। তার আগে ৭২ থেকে ৭৫ সাল এদেশে একটি চরম দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে, তাদের দুঃশাসনের কারণে।
বিএনপি মহাসচিব বলেন, ৭৫ এর পরে জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে এদেশে পরিবর্তন ঘটে। আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি এটার রচনা করেন জিয়াউর রহমান। এরমধ্যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন। যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর অর্থনীতির যে ভিত্তি গড়ে তোলেন মুক্তবাজার অর্থনীতি। সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর। যার মাধ্যমে আমরা টিকে আছি এবং রেমিট্যান্স এ জিনিসগুলো জিয়াউর রহমান শুরু করেন। এ বিষয়গুলো তিনি বক্তব্যে তুলে ধরেননি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএইচ/ওএইচ/