শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর সি আর দত্ত রোডে এফ হক টাওয়ারে ‘দুঃশাসন, দুর্নীতি প্রতিরোধে আপস করবে না ঢাকাবাসী’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আমরা সবাই প্রার্থীর জন্য কাজ করবো।
তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে আমাদের কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। তারেক রহমানকে নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। ফলে প্রার্থী নিয়েও কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।
সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গয়েশ্বর চন্দ্র বলেন, আশা করবো সবাই মিলে কাজ করবো। তারপর নির্বাচনের পর নেতৃত্ব নিয়ে যার যা বলার বলতে পারবেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল খান, সেলিমুজ্জামান সেলিম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ জানুয়ারি ১১, ২০২০
এমএইচ/টিএ