বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রদল, জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
মিছিলটি সোনাদিঘীর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মহানগরীর মালোপাড়ায় থাকা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকি আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়।
এছাড়া ময়মনসিংহের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের নেতাদের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এসএস/ওএইচ/