মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর হাতিরপুল এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
শেখ রবিউল বলেন, বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে বিতর্কিত হয়েছে।
ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে ধানের শীষের প্রার্থী রবি বলেন, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থী হিসেবে চেষ্টা করছি। ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনীহা রাষ্ট্র তৈরি করেছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিধায় ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভোটাররা মনে করেন ফলাফল আগেই নির্ধারিত। তাই তারা ভোট দেওয়ার প্রয়োজন মনে করেন না। এ ছাড়া কেন্দ্রে গেলে জোড় করে অন্য প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হবে। গত ১১ বছর সরকার এটাই প্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি এ ধারণা দূর করতে চাচ্ছি। এ রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের ভোটের অধিকার তাদের ফিরিয়ে দিতে চাই। ভোটারদের বলতে চাই, আপনারা সাহস করে কেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থী ভোট দেন।
পরে তিনি মনেশ্বর রোড, নতুন রাস্তা, শেরে বাংলা রোড, রায়েরবাজারসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
গত ১ মার্চ ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পরই শেখ রবিউল আলম রবি গণসংযোগে নামেন। মঙ্গলবার তিনি তৃতীয়দিনের মতো গণসংযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএইচ/ওএইচ/