মঙ্গলবার (২১ এপ্রিল) মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম এক বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতারা বলেন, ১৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য মতে দেশের ৯৬ টি উপজেলায় শুধু নিবন্ধিত জেলেদের সরকার মানবিক সহায়তা দিচ্ছে।
অবিলম্বে তার পরিবর্তন করে দেশের সব জেলেদের জন্য তা উন্মুক্ত করার দাবি করছেন তারা।
তারা বলেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সরকারের নির্দেশে ঘরমুখী জেলেরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে অমানবিক জীবনযাপন করছেন। এ অবস্থায় শুধু নিবন্ধিত জেলেদের বরাদ্দ দিয়ে যে বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছে মানবিক কারণেই তা পরিবর্তন করে দেশের সব জেলেদের জন্য তা উন্মুক্ত করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এমএইচ/এবি