সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, রোববার (২৬ এপ্রিল) রাত থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে।
তিনি বলেন, ১৯৮৪ সালে রিজভী আহমেদের পেটে ও মেরুদণ্ডে গুলি লাগার কারণে তার মাঝে মধ্যেই সাবএকিউট ইনটেস্টাইনাল অবস্ট্রাকসন সমস্যা সৃষ্টি হয়। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।
এ বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দেওয়া ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। রোববার দিনভর বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়ার কাজে অংশ নিয়ে রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমএইচ/ওএইচ/