বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অপ্রতিরোধ্য করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত বিশ্বে এবার মহান মে’ দিবস পালিত হতে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখনও মহান মে’ দিবসের অর্জন দৈনিক ৮ ঘন্টা কাজ, ন্যায্য মজুরি ও শোভন জীবন থেকে বঞ্চিত। কিন্তু তার পরেও তারাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে, বিদেশে উপার্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এই দু:সময়েও তারা রোগাক্রান্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তাদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরী ও শোভন জীবন নিশ্চিত করার জন্য সরকার ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এমএইচ/এবি