ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খিলক্ষেতে ত্রাণ বিতরণ করেছে যুবদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ১, ২০২০
খিলক্ষেতে ত্রাণ বিতরণ করেছে যুবদল

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানায় ত্রাণ বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।
 

শুক্রবার (০১ মে) সকাল ১০টায় খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর ও উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি এস এম ফজলুল হক, সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন, সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার হোসেন, খিলক্ষেত থানা যুবদলের সভাপতি মোবারক দেওয়ান, সাধারণ সম্পাদক নুরুল হুদা মুরাদ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, খিলক্ষেত থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, খিলক্ষেত থানা মহিলা দলের সভানেত্রী সূচনা আক্তার, সাধারণ সম্পাদিকা পান্না ইয়াসমিন, খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জিসান, খিলক্ষেত থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মালেক, খিলক্ষেত থানা কৃষকদলের সভাপতি ইমানুল হক, খিলক্ষেত থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল মিয়া প্রমুখ।



বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ০১, ২০২০
এমএইচ/ এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।