এর ধারাবাহিকতায় শুক্রবার (০৮ মে) দুপুরে শিবগঞ্জের এক হাজার পরিবারে খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
আক্তারুজ্জামান বাচ্চু বাংলানিউজকে জানান, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারিতে জনগণের পাশে থাকার আহ্বান জনিয়েছেন।
বিএনপি নেতা সাঈদ মাস্টার বলেন, আমরা আপনাদের পাশে আছি,থাকবো। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন। উনাদের জন্য দোয়া করবেন।
এসময় গফরগাঁও উপজেলা বিএনপি নেতা রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ মাস্টার, বজলুর রহমান, গফরগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুল, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সরকার, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মাহমুদ সেলিম, সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শামছুল আলম ফুল মিয়া, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিজনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল ও ১ কেজি মুড়ি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ০৯, ২০২০
এমএইচ/এইচএডি