সোমবার (১ জুন) বিবৃতিতে তিনি বলেন, করোনার ধ্বংসযজ্ঞে আমরা প্রতিনিয়ত আমাদের প্রিয় ভাই বোনদের হারাচ্ছি। প্রতিমুহূর্তে করোনা সংক্রমণ ও মৃত্যু আমাদের বিপন্ন করে দিচ্ছে।
আসম রব বলেন, ডা. জাফরুল্লাহ ও পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে সমগ্র জাতিসহ আমরা এবং বিশ্বের অগণিত মানুষ অনেক বেশি উদ্বিগ্ন। এই সংকটকালীন সময়ে তার সেরে ওঠা আমাদের মানসিক এবং নৈতিক জগতে অনেক বেশি শক্তি দেবে। জাতিকে করোনার ভয়াবহতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগাবে।
আমি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীসহ সর্বমহলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএইচ/এনটি