ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০২০
সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক কবি মাশুক চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ জুন) এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, প্রখ্যাত কবি ও দেশের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে মরহুমের শোকাহত পরিবারদের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। দেশের একজন প্রতিভাবান কবি ও সিনিয়র সাংবাদিক হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়।

তিনি কবিতা রচনার পাশাপাশি সাংবাদিকতায় নিবিড় পেশাদারিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য কবি ও সাংবাদিককে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুম মাশুক চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাররা, গুনগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাশুক চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।