ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছেরুলের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছেরুলের ইন্তেকাল

সাতক্ষীরা: হৃদরোগ আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোদাচ্ছেরুল হক হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, সকালে অসুস্থতা বোধ করায় দুপুর ১২টার দিকে মোদাচ্ছেরুল হক হুদাকে স্থানীয় সিবি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রবেশের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিকেল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোদাচ্ছেরুল হক হুদা মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, কামরুল ইসলাম ফারুক, রহমতুল্লাহ পলাশ, তারিকুল হাসান, রউফ চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, মেয়র আক্তারুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, আবু জাহিদ ডাবলু, হাফিজুর রহমান মুকুল, আইনুল ইসলাম নান্টা, কামরুজ্জামান কামু, সোহেল আহমেদ মানিক, আনারুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, আহসানুল কাদির স্বপন, অ্যাডভোকেট সৈয়দ ইখলেছার আলী বাচ্চু, ফারুক হোসেন, স ম ইয়াছিন উল্লাহসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।