ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু

নরসিংদী: করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নুরুল ইসলাম নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন।

তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরার চরআড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিমোনিয়া ও অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে পরদিন ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা করানো হলে ফলাফল পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে জেলা ও সদর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।