শেরপুর: শেরপুরে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তমঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়।
সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় আট হাজার বই ২০-৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।
এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম নুরুল ইসলাম হিরো, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এ বইমেলার উদ্যাগ নেওয়া হয়েছে। চারদিন চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা। জেলার বিভিন্ন জায়গায় বইয়ের গাড়ি ঘুরে ঘুরে পাঠকদের হাতে বই তুলে দেবে। এতে সবাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবেন, সেই সঙ্গে বই পড়ার আগ্রহ গড়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআরএস