নেত্রকোনা: ‘পড়বো বই গড়বো দেশ, আঁধার হবে নিরুদ্দেশ’ -এ প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এ বইমেলার আয়োজন করেছে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব।
মেলায় মোট ২০টি স্টল বসেছে। এর মধ্যে বইয়ের স্টল ছাড়াও হুমায়ূন আহমেদ কর্নার, লেখককুঞ্জ, শিশু কর্নারও রয়েছে। মেলা চলবে আগামী শনিবার (১৮ মার্চ) পর্যন্ত। তিনদিনের মেলায় প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী, পালাকার সায়িক সিদ্দিকী, ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবির।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
সমাপনী দিন শনিবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রধান আলোচক হিসেবে থাকবেন নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
>> কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের বইমেলা শুরু বৃহস্পতিবার
>> কেন্দুয়া বইমেলায় বইপ্রেমীদের ভিড়
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস