ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বইমেলা

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই ‘বিক্রয় ম্যাজিক’ এখন পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। ব্যবসায়ী, উদ্যোক্তা বা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি বই।

 

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রির কার্যকর পদ্ধতি নিয়ে রচিত এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৭, ৩৭৮ এবং ৩৭৯ নম্বর স্টলে। এছাড়া, বইসদাই ডটকম, রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

অনেকেই পরিকল্পিতভাবে ব্যবসায় নামলেও কাঙ্ক্ষিত বিক্রি পান না। প্রচুর অর্থ ব্যয় করে বিজ্ঞাপন দিলেও প্রত্যাশিত গ্রোথ অর্জন করতে ব্যর্থ হন। এমন ব্যবসায়ীদের জন্যই ‘বিক্রয় ম্যাজিক’ বইটি লেখা হয়েছে। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার কৌশল, পণ্য বা সেবা বিক্রির সৃজনশীল পদ্ধতি এবং ব্র্যান্ডিংয়ের নানান দিক নিয়ে সাজানো হয়েছে এই বইটি।  

বইটিতে রয়েছে ব্র্যান্ড প্ল্যানিংয়ের মৌলিক ধারণা, ব্র্যান্ড ক্যাম্পেইন ও স্ট্র্যাটেজিক প্ল্যান, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির কৌশল, টার্গেট মার্কেট নির্ধারণের পদ্ধতি, ইমোশনাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতার মন জয় করার কৌশল, ক্রেতার কেনার সিদ্ধান্ত প্রভাবিত করার মনস্তাত্ত্বিক দিক, স্বল্প বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস (পিআর) মার্কেটিং কৌশলসহ নানান বিজনেস সিক্রেট।  

বইটি পড়লে যে কেউ সুই থেকে বিমান পর্যন্ত সবকিছু যেকোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন। কীভাবে টাক মাথার মানুষের কাছে চিরুনি বিক্রি করা যায় কিংবা বরফের দেশে ফ্রিজ বিক্রি করা সম্ভব? ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেন—এই বইতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।  

‘বিক্রয় ম্যাজিক’-এর লেখক মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল সম্পর্কে জানা যাবে। যেসব নতুন উদ্যোক্তারা ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বাংলাদেশে ১০০ শতাংশ হালাল সাবান বিক্রির ইমোশনাল বিজ্ঞাপনটি দেশের সাবান ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছিল। এমন বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানা যাবে। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে। নতুন উদ্যোক্তা ও পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মত কাজ করবে। বিক্রয় ম্যাজিক বইটি পড়লে ব্যবসায় অন্য সবার থেকে এগিয়ে থাকা যাবে বলে লেখক জানিয়েছেন।  

তিনি বলেন, প্রতিযোগিতার দুনিয়ায় শুধুমাত্র টিকে থাকাই যথেষ্ট নয়। যে কোনো ব্যবসা দ্রুত এবং স্থায়ী গ্রোথ বাড়াতে এগিয়ে থাকতে হবে। ক্রেতাদের কাছে এখন অসংখ্য বিকল্প রয়েছে। তাই এই সময়ে গতানুগতিক ব্যবসায়িক কৌশল কাজ করছে না। এমনকি কথিত ডিজিটাল মার্কেটিং দিয়েও এখন বিক্রি বাড়ানো সম্ভব হচ্ছে না। এআই-এর যুগে এখন ব্যবসার নিত্য নতুন সিক্রেট জানা প্রয়োজন। বইটি বিলিয়ন ডলার বিক্রয় ও ব্যবসার সিক্রেট সম্পর্কে ধারণা দেবে। উদ্যোক্তা, সিএক্সও, ব্র্যান্ড প্র্যাক্টিশনার, বিজনেস লিডার, একাডেমিক বা কনসালটেন্টদের জন্য ‘বিক্রয় ম্যাজিক’ বইটি অত্যন্ত কার্যকর হতে পারে।

ব্র্যান্ড ও মার্কেটিং নিয়ে এ সময়ের অন্যতম সেরা এই বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। ২৪০ পেজের প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।