ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় জুয়েল মোস্তাফিজের তৃতীয় কবিতাগ্রন্থ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
বইমেলায় জুয়েল মোস্তাফিজের তৃতীয় কবিতাগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে জুয়েল মোস্তাফিজের তৃতীয় কবিতাগ্রন্থ ‘দুধের পুকুরে ভাসছে কফিন’।

 

এরআগে ২০০৮ সালে অনন্যা থেকে তার প্রথম কবিতাগ্রন্থ ‘জুয়ার আসরে কোনো আঙুলই মিথ্যা নয়’ ও ২০১০ সালে ঐতিহ্য থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘ভাতের ভূগোল’।

 

প্রকাশিতব্য তৃতীয় এ বই প্রসঙ্গে জানতে চাইলে কবি জুয়েল মোস্তাফিজ বাংলানিউজকে বলেন, মোট সাতটি পেরেকে ভাগ হয়েছে কবিতাগ্রন্থটি। প্রত্যেকটি পেরেকে আঁটা আছে ছয়টি করে কবিতা।

 

দুধের পুকুরে ভাসছে কফিন’র প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাহবুবুল হক। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বইটি মেলায় আসবে বলে জানিয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

 

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।