ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বাংলা গানে মুখরিত বইমেলা প্রাঙ্গণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
বাংলা গানে মুখরিত বইমেলা প্রাঙ্গণ

বই মেলা প্রাঙ্গণ থেকে: আমাদের সাহিত্যের এক অবিচ্ছেদ্য অনুসঙ্গ বাংলা গান। গানের সুর কানে বাজতেই এক অনুপম পুলক বোধ করে বাঙালি।



সারা বিকেল যেখানে গ্রন্থমেলার মূলমঞ্চ প্রাঙ্গন প্রায় ফাঁকাই পড়ে ছিল, সন্ধ্যা গড়াতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মঞ্চের সামনে রাখা চেয়ারগুলো। কারণ একটাই, আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মূলমঞ্চে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান।
প্রথমেই গানে মাতোয়ারা করেন শিল্পী হায়দার হোসেন, ‘আমি ফাঁইসা গেছি মাইনকার চিপায়’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শোনান তিনি।

এরপর মঞ্চে একে একে আসেন ক্লোজআপ ওয়ান তারকা রিঙ্কু, লোকগানের শিল্পী রুশনারা বেগম, শেখ আলম, এএসএম জহিরুল হক চৌধুরী প্রমুখ।

সন্ধ্যার পরে বইমেলার মূল আকর্ষণই হয়ে ওঠে এ সংগীতানুষ্ঠান। শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে গায়কদের একের পর এক পরিবেশনা। গান শেষে করতালি দিয়ে সরগরম করে তোলেন মঞ্চ।
মঞ্চের চেয়ারে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেও উপভোগ করেন এ অনুষ্ঠান।

শিল্পীদের পরিবেশনায় ছিল আধুনিক, লোকগীতি, পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি সহ চিরাচরিত বাংলা গান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।