ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইমন চৌধুরী’র ২ বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বইমেলায় ইমন চৌধুরী’র ২ বই

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ইমন চৌধুরী’র দুটি নতুন বই। নাগরিক অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে উপন্যাস ‘পায়ে তার কাচের নুপুর’— এটি তার তৃতীয় উপন্যাস।

বইটির প্রচ্ছদ করেছেন বোরহান আজাদ এবং প্রকাশ করেছে অনুপম প্রকাশনী।

এছাড়া এবারই প্রথম ছোটদের জন্য বই লিখেছেন ইমন চৌধুরী। ‘ভূতবাড়ির রহস্য’ নামে বইটিতে ছোটদের উপযোগী মোট দশটি গল্প স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ। এ বইটিও প্রকাশ করেছে অনুপম প্রকাশনী।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।