ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলার সেরা বই নির্বাচন করবে ‘ছোটদের মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
বইমেলার সেরা বই নির্বাচন করবে ‘ছোটদের মেলা’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ সালে প্রকাশিত ছোটদের সেরা বই নির্বাচন করে বিভিন্ন বিভাগে পুরস্কার দেবে ছোটদের মেলা প্রকাশনী।

রোববার একথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবু হাসান শাহীন।



বিভাগগুলো হচ্ছে- উপন্যাস, গল্প, ছড়া, কবিতা, মুক্তিযুদ্ধ, সেরা আঁকিয়ে, প্রথম বই, কল্পবিজ্ঞান, তরুণ লেখক এবং অন্যান্য (জীবনী-পরিবেশ-নাটক)।

তিনি বলেন, একটু বিরতি নিয়ে আমরা তৃতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছি। শিশুসাহিত্য নিয়ে যারা আন্তরিকভাবে কাজ করছেন তাদের কাজে উৎসাহ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ৩ কপি বই জমা দিয়ে যে কেউ আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হতে পারেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত আমরা বই জমা নেব। এরপর বাছাই শেষে মার্চের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বই জমা দিতে হবে ছোটদের মেলায়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু কর্নারের ৪৫৯ নম্বর স্টলে।

এর আগে দেশের শীর্ষস্থানীয় শিশুসাহিত্যিকরা এই পুরস্কার পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবারও এ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।