ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

জিরিয়ে নিচ্ছে বাংলা একাডেমী!

স্টোরি: সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট; ফটো: আসিফ মাহমুদ অভি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
জিরিয়ে নিচ্ছে বাংলা একাডেমী! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলা একাডেমি যেখানে মেলা চলাকালে হাজার মানুষের ভিড় মুখর থাকে, রাতের গভীরতায় সেটাই যেন কেমন ভুতুড়ে আর অচেনা পুরীতে পরিণত হয়েছে। বইপ্রেমীদের মিষ্টি অত্যাচার সয়ে রাতটুকু যেন জিরিয়ে নিচ্ছে বাংলা একাডেমি!

বাংলা একাডেমীর বইমেলার পুরো এলাকাটি রাতের আঁধারে সম্পূর্ণ অন্যরকম।

মাঝরাতে শুনশান নীরবতা, কয়েকটি কুকুরের আধিপত্য জাহির, আর বিড়ালের পালানোর দৃশ্য চোখে পড়ে।


প্রহরারত পুলিশ সদস্যরাও শীত আমেজে চোখ বুঁজে নিয়েছেন। দুপুর থেকে রাত পর্যন্ত যে রাস্তার পিচ চোখে পড়বে না মানুষের ভিড়ে, সেখানেই মাঝরাতের নরম আলোয় ছেঁড়া কাগজ ও আবর্জনার ছড়াছড়ি। এই দৃশ্য মনে অনুমান ধরিয়ে দেয়, কতো মানুষের পদধুলি পড়েছে এই রাস্তায়।


সিএনজি ড্রাইভার প্রদীপ এগোতে নিষেধ করেন। তার ধারণা, এখানে অন্ধকারে ঘাপটি মেরে রয়েছে ভয়ঙ্কর কোনো অপরাধী। তার ভাষায়, বোঝেনতো, এখানে এখন দুনিয়ার হেরোইঞ্চিদের আড্ডা!

মাঝে মাঝে দুই-একটা সিএনজি দ্রুত চলে যাচ্ছে মাঝের রাস্তা ধরে। দুই-একটা খালি রিকশাও চোখে পড়ে। টানা কয়েক ঘণ্টার টানা কলরব শেষে বইমেলার পুরো এলাকার নীরবতা যেন একটু বেশিই গাঢ়!

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।