ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

মেলায় সাইফুল ইসলামের ‘জেগে ওঠার দিনগুলি’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
মেলায় সাইফুল ইসলামের ‘জেগে ওঠার দিনগুলি’

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কাজী সাইফুল ইসলামের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘জেগে ওঠার দিনগুলি’।

বইটি সম্পর্কে ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্বত্ত্বাধিকারী জহিরুল আবেদীন জুয়েল বাংলানিউজকে বলেন, ‘জেগে ওঠার দিনগুলি’ উপন্যাসে লেখক ১৯৪৭ সালে দেশ বিভাগ ও আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

বইটিতে দেশ বিভোগের পর বাঙালির নিরন্তর সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে।

তিনি বলেন, যে সাম্য, ন্যয়বিচার আর অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনা নিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, স্বাধীনতার পর তার কিছুই পরবর্তীতে পাওয়া যায়নি। এ বিষয়টি লেখক উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছেন।

বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।