ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় রবীন্দ্র গোপের ‘নির্বাচিত কিশোর গল্প’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
বইমেলায় রবীন্দ্র গোপের ‘নির্বাচিত কিশোর গল্প’

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি রবীন্দ্র গোপের ‘নির্বাচিত কিশোর গল্প’।

বইটি সম্পর্কে জোনাকি প্রকাশনীর প্রকাশক মঞ্জুর হোসেন বাংলানিউজকে বলেন, বইটিতে মোট ২৯টি কিশোর গল্প রয়েছে।

এর সবগুলোই মুক্তিযুদ্ধভিত্তিক। গ্রন্থটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্প সমগ্র।

তিনি জানান, ‘নির্বাচিত কিশোর গল্প’ গ্রন্থটিতে লেখকের আগে প্রকাশিত ‘জয় বাংলা’, ‘যুদ্ধ জয়ের গল্প’ ও ‘স্বপ্ন রাতের কালো বেড়াল’ এই তিনটি গ্রন্থ থেকে নির্বাচিত কিছু মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বইটিতে লেখক আমাদের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। বইটি পড়লে আমাদের নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক কিছু জানতে পারবে।

বইটি প্রকাশ করেছে জোনাকি প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ২০২৫ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।