ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় ইজাজ আহমেদ মিলনের ‘১৯৭১ বিস্মৃত সেই সব শহীদ’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
মেলায় ইজাজ আহমেদ মিলনের ‘১৯৭১ বিস্মৃত সেই সব শহীদ’

মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় বের হয়েছে ইজাজ আহমেদ মিলনের ‘১৯৭১, বিস্মৃত সেই সব শহীদ’। বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম প্রকাশনী।

প্রচ্ছদ করেছেন রাজিব রায়। দাম ২৫০ টাকা।

বইটিতে মুক্তিযুদ্ধের অজানা বীর শহীদদের অমর সংগ্রামের কথা নতুনভাবে তুলে এনেছেন ইজাজ আহমেদ মিলন। বইটিতে মুক্তিযুদ্ধের লড়াকু সেইসব বীরদের বিস্মৃত সংগ্রামের আখ্যানের স্বাদ গ্রহণ করতে পারবেন।  

পেশায় সাংবাদিক ইজাজ আহমেদ মূলত একজন কবি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নষ্ট শরীর ভিজে না রৌদ্রজলে’। ২০০৯ সালে বইটির জন্য ইমপ্রেস টেলিফিল্ম (চ্যানেল আই) এবং সিটি ব্যাংক প্রবর্তিত ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ লাভ করেন তিনি।

উল্লেখ্য, মেলার প্লাটফর্ম প্রকাশনীর ২০ নং স্টলে ‘১৯৭১, বিস্মৃত সেই সব শহীদ’ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।