ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘অগ্নিদগ্ধ গণতন্ত্র’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বইমেলায় ‘অগ্নিদগ্ধ গণতন্ত্র’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার নবম দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘একুশে বাংলা প্রকাশন’ প্রকাশ করেছে ইতালি প্রবাসী কবি কাজী মাহফুজ রানার কবিতাগ্রন্থ ‘অগ্নিদগ্ধ গণতন্ত্র’।

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার গাজীরকান্দি গ্রামের কাজী মাহফুজ রানা দীর্ঘদিন যাবত ইতালিতে থাকলেও দেশের প্রতি রয়েছে তার দেশপ্রেম ও ভালবাসা।

বইটির প্রতিটি কবিতা অহিংস চলমান রাজনীতি উপর লিখেছেন তিনি।

স্কুল জীবন থেকে লেখা শুরু করলেও এই প্রথম অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো লেখকের বই।

লেখকের দাবি, কোনো রাজনৈতিক দল বা কারও প্রতি আক্রোশ কিংবা অতি ভালবাসা থেকে কবিতা লেখা হয়নি। দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা থেকে লেখা ৯৫টি কবিতা রয়েছে বইটিতে।

লেখক তার বইটি স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগী ত্রিশ লাখ শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের উৎসর্গ করেছেন।

বইটির প্রচ্ছদ এঁকেছেন কম্পিউবাংলা। সোহরাওয়ার্দী উদ্যানস্থ অমর একুশে গ্রন্থমেলার ‘একুশে বাংলা প্রকাশন’র স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।