অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থ ‘দংশক’। বইটি প্রকাশ করেছে জাগৃতি।
বইটিতে মোট ছয়টি গল্প আছে। গল্পগুলো পড়ে পাঠক পরাবাস্তবতা, অলৌকিকতা, যুক্তি, বিজ্ঞান, জাদুবিদ্যা, মিথলজি ও ফ্যান্টাসির স্বাদ পাবে বলে জাগৃতির ধারণা।
লেখক মনে করেন, গল্পগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আনপ্রেডিক্টেবেলেটি। প্রতিটি ঘটনার অলিগলিতে পাঠককে চমকে দিতে চেয়েছেন তিনি।
‘দংশক’এর প্রচ্ছদ করেছেন মু. তারিক সাইফুল্লাহ্। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে জাগৃতির স্টলে বইটি পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫