ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বইমেলায় এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থ ‘দংশক’। বইটি প্রকাশ করেছে জাগৃতি।

মূল্য ১৪০ টাকা।

বইটিতে মোট ছয়টি গল্প আছে। গল্পগুলো পড়ে পাঠক পরাবাস্তবতা, অলৌকিকতা, যুক্তি, বিজ্ঞান, জাদুবিদ্যা, মিথলজি ও ফ্যান্টাসির স্বাদ পাবে বলে জাগৃতির ধারণা।

লেখক মনে করেন, গল্পগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আনপ্রেডিক্টেবেলেটি। প্রতিটি ঘটনার অলিগলিতে পাঠককে চমকে দিতে চেয়েছেন তিনি।

‘দংশক’এর প্রচ্ছদ করেছেন মু. তারিক সাইফুল্লাহ্। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে জাগৃতির স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।