অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের তিনটি বই।
সেভেন্টিওয়ান টেলিমিডিয়া থেকে বেরিয়েছে গল্পের বই ‘জনচাকর’।
আলোঘর থেকে প্রকাশিত সঙ্গীত বিষয়ক বই ‘সুর-সঞ্চারী’ও পাওয়া যাবে একই স্টলে। বইটিতে সুর প্রয়োগ, গান রচনা ও বাংলা গানের ক্রমধারা তুলে ধরা হয়েছে। । আবু ওবায়দার প্রচ্ছদে ছাপা বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।
সমকালীন সমাজ রাজনীতি বিষয়ে আমিরুল মোমেনীন মানিকের তৃতীয় বই ‘মুখোশপরা মুখ’। এ বইটি মেলায় এনেছে আদর্শ প্রকাশনী। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে আদর্শের ৪১১-১২ নম্বর স্টলে পাওয়া যাবে এটি।
গান ও লেখালেখির বাইরে আমিরুল মোমেনীন মানিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রিপোর্টিং, খবর পাঠ ও টক-শো’র উপস্থাপনা করেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫