ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় রহমান শেলীর ৭ বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মেলায় রহমান শেলীর ৭ বই

সমাজে অনেক মানুষ আছে, যাদের দেখলে মনে হয় সুফি সাদা মানুষ। অনেক সময় দেখা যায়, আসলে তারা তা নয়।

তারা হলো একধরনের মুখোশধারী অপরাধী। এরকম এক চরিত্রকে রহমান শেলী এঁকেছেন তার ‘হোইট কলার ক্রিমিনাল’ উপন্যাসে। বইটি পাওয়া যাচ্ছে রিদম প্রকাশনার স্টলে, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ২৬২, ২৬৩। এ প্রকাশনী রহমান শেলীর পাঁচটি উপন্যাস এনেছে এক মোড়কে।

সায়েন্স ফিকশন উপন্যাস ‘আমি এলিয়ন’। ভিন গ্রহের মানুষ এলিয়ন। পৃথিবীতে আসে তথ্য পাঁচার করার জন্য। উদ্দেশ্য কিভাবে পৃথিবীতে বসবাস করা যায় তার তথ্য বের করা। মহাকাশ গবেষকরা তা একসময় জেনে যায়। আর তখনই ধরা পড়ে এলিয়ন। এ সবই রহমান শেলী বর্ণনা করেছেন তার ‘আমি এলিয়ন’ উপন্যাসে। বইটি পাওয়া যাবে কথাপ্রকাশ এর স্টলে, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ৯৬, ৯৭।

রক্তাক্ত সুদানে শান্তির সন্ধানে বইটি এনেছে মিজান পাবলিশার্স (স্টল নং- ৩৫৮,৩৫৯,৩৬০)। ‘তোলা চাদর’ উপন্যাসটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীতে (স্টল নং- ১৮৬-১৮৭)। বইপোকা এনছে ‘তৃণা এবং একজন সিরিয়াল কিলার’ উপন্যাসটি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।