সমাজে অনেক মানুষ আছে, যাদের দেখলে মনে হয় সুফি সাদা মানুষ। অনেক সময় দেখা যায়, আসলে তারা তা নয়।
সায়েন্স ফিকশন উপন্যাস ‘আমি এলিয়ন’। ভিন গ্রহের মানুষ এলিয়ন। পৃথিবীতে আসে তথ্য পাঁচার করার জন্য। উদ্দেশ্য কিভাবে পৃথিবীতে বসবাস করা যায় তার তথ্য বের করা। মহাকাশ গবেষকরা তা একসময় জেনে যায়। আর তখনই ধরা পড়ে এলিয়ন। এ সবই রহমান শেলী বর্ণনা করেছেন তার ‘আমি এলিয়ন’ উপন্যাসে। বইটি পাওয়া যাবে কথাপ্রকাশ এর স্টলে, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ৯৬, ৯৭।
রক্তাক্ত সুদানে শান্তির সন্ধানে বইটি এনেছে মিজান পাবলিশার্স (স্টল নং- ৩৫৮,৩৫৯,৩৬০)। ‘তোলা চাদর’ উপন্যাসটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীতে (স্টল নং- ১৮৬-১৮৭)। বইপোকা এনছে ‘তৃণা এবং একজন সিরিয়াল কিলার’ উপন্যাসটি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫