ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

উৎস প্রকাশনীর পুরস্কার প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
উৎস প্রকাশনীর পুরস্কার প্রদান এস এম মুন্না মিয়া

ঢাকা: গতবছরের অমর একুশে গ্রন্থমেলায় সেরা প্রতিবেদনের জন্য শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে উৎস প্রকাশন পুরস্কার পেলেন সমকালের নিজস্ব প্রতিবেদক এস এম মুন্না মিয়া (এস এম মুন্না)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রন্থমেলার মিডিয়া সেন্টারে জমকালো এক আয়োজনে তার হাতে পুরস্কারের ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।



এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ফরিদ হোসেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিম।

এস এম মুন্না জানান, তিনি এ পুরস্কার ভোরের কাগজের প্রয়াত সাংস্কৃতিক প্রতিবেদক কিশোর কুমারকে উৎসর্গ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।