ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় এলে অতীতে ফিরে যাই

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মেলায় এলে অতীতে ফিরে যাই অ্যাডভোকেট কামরুল ইসলাম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় এলে অতীতে ফিরে যাই। ব্যস্ততা উপচে পুরনো সব স্মৃতি উঁকি দেয় মনের কোণ থেকে।


 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এভাবেই তার ফেলে আসা সময়ের স্মৃতিচারণ করেন।
 
তিনি বলেন, আমরা যারা সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করছি তাদের দুর্ভাগ্য এমন একটা মেলায় আসার সুযোগ সব সময় হয় না। একসময় প্রতিদিন আসা হতো।
 
গ্রন্থমেলা আমাদের মেলা, বাঙালিদের মেলা। বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এখনো গ্রন্থমেলায় এলে ১৯৬৯-৭০’র কথা মনে পড়ে। সে সময় নিজেদের উদ্যোগে বিভিন্ন সংকলন বের করতাম। সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম। মেলায় এসে এত মানুষ দেখে খুবই ভালো লাগছে। জানান কামরুল।
 
এর আগে বাংলা একাডেমির নজরুল মঞ্চে উবায়দুল্লাহ ইবনে মাছউদের লেখা ‘বাংলাদেশ: গণতন্ত্র কোন পথে’, তৌহিদুল ইসলামের লেখা ‘বঙ্গবন্ধু ছন্দে ছড়ায়’ এবং রহমান শেলীর লেখা ‘রক্তাক্ত সুদানে শান্তির সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।