মেলায় প্রকাশিত হলো ইমন চৌধুরীর নতুন উপন্যাস পাশের মানুষ। নাগরিক জীবন এবং সদ্য বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস ছেড়ে আসা এক দল নাগরিক যুবক-যুবতীকে নিয়ে রচিত হয়েছে এ উপন্যাসের পটভূমি।
ইমন চৌধুরী তার অন্য উপন্যাসের মত এ উপন্যাসেও নাগরিক সম্পর্কের টানাপোড়েন তুলে ধরেছেন তার স্বভাবসুলভ ভঙ্গিতে। উপন্যাসের অন্যতম উপজীব্য নাগরিক সম্পর্ক অথবা বলা যেতে পারে নাগরিক প্রেম।
ইমন চৌধুরী বলেন, ‘পাশের মানুষ অনেকটাই প্রেমের উপন্যাস। প্রেমের সঙ্গে যেহেতু জীবনের একটা নিবিড় সম্পর্ক আছে সে অর্থে পাশের মানুষ অনেকখানি জীবনেরও উপন্যাস। ’
বইটি প্রকাশ করেছে সৃজনী। প্রচ্ছদ করেছেন রকিবুল হক রকি। বইটির মূল্য ১৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫