ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শাহীন চৌধুরীর ভ্রমণকাহিনী ‘সিউল থেকে লংআইল্যান্ড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
শাহীন চৌধুরীর ভ্রমণকাহিনী ‘সিউল থেকে লংআইল্যান্ড’

ঢাকা: কবি, লেখক ও সাংবাদিক শাহীন চৌধুরীর অন্যান্য লেখার পাশাপাশি এবার প্রকাশিত হলো আরও একটি ভ্রমণ কাহিনী ‘সিউল থেকে লংআইল্যান্ড’। বইটি ১৫ ফেব্রুয়ারি মেলায় এসেছে।

তরফদার প্রকাশনীর ৬১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

পেশাগত কারণেই শাহীন চৌধুরী পৃথিবীর বহুদেশ ঘুরে বেড়িয়েছেন। আর এই ভ্রমণকালে তিনি সেখানকার মানুষের জীবনযাত্রা, প্রকৃতি, পরিবেশ সবকিছু অবলোকন করেছেন নিবিড়ভাবে।

আটটি অধ্যায় নিয়ে রচিত তার এই দিগন্ত বিস্তৃত ভ্রমণ কাহিনীতে প্রাচ্য এবং পাশ্চাত্যের জীবনযাত্রার অসাধারণ চিত্র ফুটে উঠছে। ইতিপূর্বে প্রকাশিত তার আরেকটি ভ্রমণ কাহিনী ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’র মত এটিও ব্যাপক পাঠক প্রিয়তা পাবে বলে বইয়ের প্রকাশক মাহবুব আলম মনে করেন।

সাদা কাগজে সুন্দর ছাপা ১৬৮ পৃষ্ঠার এ বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন আনিসুর রহমান বুলবুল।

এখানে উল্লেখ্য, ভ্রমণ কাহিনী ছাড়াও শাহীন চৌধুরীর উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবাস রিপোর্টিং, রাজনৈতিক গ্রন্থ, প্রবন্ধ ও ফোকসংগ্রহ মিলিয়ে বাজারে দশটি বই রয়েছে। বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।