গ্রন্থমেলা থেকে: গত বছরের প্রথম সপ্তাহে অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির যে পরিমাণ বই বিক্রি হয়েছে এবার অনেকটাই কমেছে। টাকার অংকে এ ব্যবধান সাড়ে ৫ লাখ টাকার বেশি।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, গত বছর প্রথম সাতদিনে বাংলা একাডেমির ২২ লাখ ৬১ হাজার ৪১৮ টাকার বই বিক্রি হয়েছে। এবার প্রথম সপ্তাহে একাডেমির নিজস্ব বই বিক্রি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৯ টাকার বই।
তিনি বলেন, প্রথম সাতদিনের বিশ্লেষণে গত বছরের তুলনায় এবার আমাদের বইয়ের বিক্রির পরিমাণ কিছুটা কম।
মেলার বাকি দিনগুলোতে বিক্রি বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এডিএ/এএসআর