অমর একুশে গ্রন্থমেলা ঘুরে: মাঘের এই শেষ সময়ে বৃষ্টি হতে পারে, তা সন্ধ্যায় বয়ে যাওয়া বাতাস থেকেই বোঝা যাচ্ছিল। অমর একুশে গ্রন্থমেলায় এদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) ভিড় ততটা ছিল না।
বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত মোদের গরব ভাস্কর্যের সামনে ছবি তোলার হিড়িক প্রতিদিনই থাকে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের এই ভাস্কর্য আকৃষ্ট করে। সোমবার মেলার অষ্টম দিনেও যা ছিল অব্যাহত।
নজরুল মঞ্চে জাতীয় কবির ভাস্কর্যের সামনেও ছবি তুলে স্মৃতি সংরক্ষণের তাগিদে মানুষের ব্যস্ততা দেখা যায়।
কেউ কেউ আবার বইমেলাতে এসেও মেতে ওঠেন সেলফি তুলতে।
বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আইএ/এইচএ/