ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় মামুন রশীদের ‘টিটু মিলনায়তন’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বইমেলায় মামুন রশীদের ‘টিটু মিলনায়তন’

ঢাকা: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘টিটু মিলনায়তন’। পাশাপাশি দু’টি সময় ও দু’টি প্রজন্ম।

এক প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, প্রতিরোধ যুদ্ধে দেশের জন্য দিয়েছে প্রাণ বিসর্জন।

অন্য প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। যাদের কাছ থেকে নানাভাবে আড়াল করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাস। ইতিহাসের আগ্রহী পাঠক হয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী। এই দু’টি সময় ও প্রজন্মকে মিলিয়ে দেখার প্রেক্ষাপটে লেখা মামুন রশীদের উপন্যাস টিটু মিলনায়তন। অমর একুশে গ্রন্থমেলায় বইটি এনেছে বেহুলাবাংলা প্রকাশনী।

কাব্য কারিমের প্রচ্ছদে ‘টিটু মিলনায়তন’ পাওয়া যাবে বইমেলার বেহুলাবাংলার ৫৭৭ নম্বর স্টলে। বইটির বিনিময় মূল্য ১৩৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।