ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় ইফতেখার আহমেদের ‘সময়ের হালচাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মেলায় ইফতেখার আহমেদের ‘সময়ের হালচাল’

অমর একুশে গ্রন্থমেলা থেকে: মেলায় এসেছে ইফতেখার আহমেদ টিপুর নতুন বই ‘সময়ের হালচাল’। এ নিয়ে তার পাঁচটি বই পাওয়া যাচ্ছে চলতি গ্রন্থমেলায়।



আগের চারটি বই হলো- সময়ের প্রতিচ্ছবি (২০১২), সময়ের কণ্ঠস্বর (২০১৩), সময়ের প্রতিধ্বনী (২০১৪), সময়ের দর্পণ (২০১৫)।

তার লেখনিতে সমসাময়িক নানা ধরনের বিষয় নিয়ে বিশ্লেষণ ও সমাধানের পথ দেখিয়েছেন। দেশের অর্থনীতি, যানজট, শ্রমবাজার, নাগরিক সমস্যাসহ জনকল্যাণের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি।

ইফতেখার আহমেদ টিপু একাধারে লেখক, দৈনিক নবরাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ইফাদ গ্রুপের চেয়ারম্যান।

বাংলানিউজকে তার বইয়ের তথ্য জানিয়েছেন তার সহকারী ম্যানেজার মিডিয়া সুমন প্রামাণিক।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।