ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

লেখক-পাঠকের র‌্যালি, থাকবেন জাফর ইকবাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
লেখক-পাঠকের র‌্যালি, থাকবেন জাফর ইকবাল ড. মুহম্মদ জাফর ইকবাল

অমর একুশে গ্রন্থমেলা থেকে: লেখক-পাঠকের র‌্যালিতে থাকবেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিজ্ঞানপাঠে সবাইকে আগ্রহী করতেই তার এ অংশ নেওয়া।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে এ আয়োজন।

উদ্যানে স্থাপিত মোড়ক উন্মোচন মঞ্চে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির (বিএসএফএস) উদ্যোগে অনুষ্ঠিত হবে চলতি মেলায় প্রকাশিত সব সায়েন্স ফিকশন বইয়ের একত্রে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এরপর হবে বিজ্ঞান বই পড়াকে উৎসাহিত করতে লেখক-পাঠকের র‌্যালি।

আয়োজনে ড. মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, উনন্মাদের সম্পাদক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদ, মিজানুর রহমান কল্লোল, রকিবুল ইসলাম মুকুল, আসিফ মেহদী, নাসিম সাহনিক, খন্দকার মাহমুদুল হাসান, হুসাইন আছিব, সাইফ ইমন প্রমুখ।

বিএসএফএস’র সভাপতি ও সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এসময় সংগঠনের সদস্য, প্রকাশক ও সায়েন্স ফিকশনপ্রেমীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটির দফতর সম্পাদক আজহারুল হক ফরাজী।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।