ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

সেলফি স্মৃতি বইমেলায়...

ফটো: জিএম মুজিবুর, স্টোরি: সাজেদা সুইটি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সেলফি স্মৃতি বইমেলায়... ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে বইমেলা ঘুরে: ফাল্গুনের আগুন দিনে মন ঘরে রয় না। তাইতো প্রিয়জন, প্রিয় সঙ্গ নিয়ে ফাগুন বরণে নেমেছিলেন রাজধানীবাসী।



তাদের অধিকাংশের গন্তব্য ছিল প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার ১৩তম দিনটি ছিল রঙে ঝলমল। নারী-পুরুষের পোশাকে ছিল হলুদ ছটা।

এদিন মেলায় আসা নানা বয়সী আগতদের অনেকেই সারাটি সময় ব্যস্ত ছিলেন ভালো কিছু সেলফির। দিনটিকে স্মরণীয় করতে, দিনের সাজ-পোশাকটিকে অন্যদের দেখাতে মন তো চাইবেই। তাই দিনের সেরা সেলফিটি হোক প্রাণের গ্রন্থমেলায়- এই ছিল যেন প্রত্যাশা।

পরিবার, সহোদর, বন্ধু-বান্ধবী নিয়ে তোলা সেলফিগুলোর স্থান প্রিয় গ্রন্থমেলায়।

ছবিতে কেউ একা, কেউ জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে। কারো প্রিয় সন্তানের হাসিমুখটি স্মৃতি করতে, আবার কেউ প্রিয় জন্মদাত্রীর সঙ্গে কাটানো প্রিয় মুহুর্তগুলো অমর করতে তুলছিলেন সেলফি।

এসবের ঠিকানা ফেসবুক, ইনস্ট্রাগ্রামসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যম। ‌স্মৃতি ধরে রাখার প্রচেষ্টায় শনিবার মেলার পরিবেশ যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।