ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে কানাডা প্রবাসী কবি, অনুবাদক শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’।
কয়েকজন আদিবাসী নারীর কবিতা চিত্রিত হয়েছে বইটিতে।
প্রবাস জীবনের নানা প্রতিকূলতায় লেখালেখিতে খানিকটা ছেদ পড়লেও থেমে যাননি তিনি। কিছুটা নিভৃতচারী মহুয়া লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সুরূচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’। কবিতায় মৌলিক অবদানের জন্য ২০০৬ সালে পশ্চিমবঙ্গ থেকে লাভ করেছেন ‘যতীন্দ্রমোহন বাগচী সম্মাননা পদক’।
বইটি একুশে বইমেলায় ঐতিহ্যের ২৫৮, ২৫৯, ২৬০ স্টলে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএ