ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

আবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে শিশুসাহিত্যিক আবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'।

ইলাস্ট্রেশনের মাধ্যমে করা গল্পের সঙ্গে চমৎকার সব আঁকাজোকায় ব্যাঙ ও বাদুড়কে কেন্দ্র করে বন্য পশু-পাখিদের মজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে।

বইটি প্রকাশ করেছে কালান্তর, প্রচ্ছদ করেছে টিম লিকুইড।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের সাকী পাবলিসার্সের ৪০৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১০০ টাকা।

আবু রেজা মূলত শিশুসাহিত্যিক। প্রথম জীবনে লোকসাহিত্য ও লোকঐতিহ্য বিষয়ে তার লেখালেখি শুরু। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত রয়েছেন, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে যাচ্ছেন।

এর আগে লেখক আবু রেজার ত্রিপুরা আদিবাসী লোককাহিনি (২০১২), দেশি ভূতের গল্প (২০১২), আমাদের লৌকঐতিহ্য (২০১০), ভিন দেশি ভূতের গল্প (২০০৯), সুন্দর পরিবেশ সুস্থ জীবন (২০০২), আমার পরিচয় আমার সম্পদসহ (২০০০) বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়।

ব্যাঙ ও বাদুড় বই প্রসঙ্গে আবু রেজা বলেন, আদিবাসী লোককাহিনীর ভাষান্তর এটি। বন্য পশুপাখির প্রতি প্রায় সব শিশুর ব্যাপক আগ্রহ থাকে। এসব প্রাণিকুল নিয়ে শিশুরা গল্প শুনতে ও বলতে পছন্দ করে। শিশুদের আনন্দ দিতেই বইটি রচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।