ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় র‌্যামন পাবলিশার্সের নতুন ১০ কবিতার বই

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মেলায় র‌্যামন পাবলিশার্সের নতুন ১০ কবিতার বই ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: এবারের বইমেলায় নতুন ১০টি কবিতার বই ও শিশুতোষ বই দিয়ে পাঠকের নজর কেড়েছে র‌্যামন পাবলিশার্স। তবে সব ধরনের বইয়ে সাজানো প্রতিষ্ঠানটির স্টল।


 
উপন্যাস, প্রবন্ধ, সঙ্গে ইকতিজা আহসানদের মতো অনুবাদকদের বইও প্রকাশ করেছে র‌্যামন।
 
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১৯৭-১৯৮ নম্বর স্টলটি র‌্যামনের। স্টলের বিক্রিয়কর্মীরা জানালেন, সাধারণ দিনে ১০-১২ হাজার টাকা এবং ছুটির দিনগুলোতে ৩৫-৪০’র মতো বিকিকিনি হচ্ছে।
 
প্রতিষ্ঠানটির প্রকাশক সৈয়দ রহমত উল্লাহ রাজন বাংলানিউজকে বলেন, বিভিন্ন ধরনের পাঠকের কথা মাথায় রেখে এবছর বই করার চেষ্টা করেছি। কবিতাকে গুরুত্ব দিয়ে, উপন্যাস এবং প্রবন্ধের বইও প্রকাশনায় রেখেছি।
 
মেলার ২৫ তারিখ পর্যন্ত র‌্যামনের সর্বাধিক বিক্রিত বই শিশুতোষ ‘সার্ক দেশের সেরা রূপকথা’ লিখেছেন আবু সাঈদ জুবেরী। এরপর রয়েছে মনিরুল ইসলামের কবিতার বই ‘শুকনো জলের কবিতা’।
 
এছাড়াও র‌্যামন পাবলিশার্স থেকে এবার বেরিয়েছে আহমদ উল্লাহর ‘তারাফুলের ওড়না ওড়ায় আকাশ’। জাকির হোসেনের উপন্যাস ‘ধূসর গোধূলি’, কায়সুল মোমেনের ‘পান্তাপুরুষ’।
 
মোনা খানমের ধর্ম বিষয়ক বই ‘নবীর বংশধর’। প্রবন্ধ-গবেষণা বইয়ের মধ্যে সুরঞ্জন রায়ের ‘কালিয়া জনপদের ইতিহাস’ এবং অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের ‘মুজিব দ্য কিং অব পলিটিক্স’ বইটি অন্যতম।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আইএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।