ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বইমেলা

অভিজিৎ স্মরণে বিকেল ৪টায় ১ মিনিট নীরবতা

সৈয়দ ইফতেখার আলম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
অভিজিৎ স্মরণে বিকেল ৪টায় ১ মিনিট নীরবতা

বইমেলা থেকে: গেলো বছর বইমেলা থেকে বেরিয়ে নৃশংসভাবে খুন হওয়া মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়ের স্মরণে পুরো মেলায় এক মিনিট নীরবতা পালন করা হবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে ঘোষণা দিয়ে এক মিনিট নীরবতা পালিত হবে।

এ সময় যে যেখানেই থাকবেন (একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান এবং মাঝখানের রাজপথ) সেখানে দাঁড়িয়ে যাবেন। বাংলানিউজকে এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন একাডেমি কর্মকর্তা পিয়াস মজিদ।

তিনি বলেন, বিকেলে বাংলা একাডেমিতে মেলার মূল মঞ্চে মহাপরিচালক (ডিজি) অধ্যাপক শামসুজ্জামান খান বিকেলে এই ঘোষণা দেবেন। তারপর নীরবতা পালন করা হবে।

গত বছরের (২০১৫ সাল) ২৬ ফেব্রুয়ারির বইমেলা থেকে ফেরার পথে টিএসসি সংলগ্ন রাস্তায় নৃশংসভাবে খুন হন অভিজিৎ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।