ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মা ও বৃদ্ধাশ্রম নিয়ে মাসউদ আহমাদের উপন্যাস

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মা ও বৃদ্ধাশ্রম নিয়ে মাসউদ আহমাদের উপন্যাস

বইমেলা থেকে: বইমেলায় সময় প্রকাশ থেকে বেরিয়েছে মাসউদ আহমাদের প্রথম উপন্যাস ‘নিজের সঙ্গে একা’। প্রচ্ছদ ধ্রুব এষের।

বিনিময় মূল্য ১৭৫ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে সময়ের ৩ নম্বর প্যাভেলিয়নে।
 
উপন্যাসটি সম্পর্কে মাসউদ আহমাদ বলেন, ‘বৃদ্ধাশ্রমের পটভূমিতে লেখা মানবিক এই আখ্যানের গল্প একজন মায়ের। মনোজগত আচ্ছন্ন করে ফেলা, দুঃখজাগানিয়া এই আখ্যানের বাস্তবতা অন্যরকম। জীবনের বাঁকে মানুষকে কত টুকরো অভিঘাত আর বেদনার সড়ক যে পেরোতে হয়, জীবনের রঙ ও রূপের বিভা এত বিচিত্র—কল্পনাকেও হার মানায়। ’
 
তিনি বলেন, ‘সময়, সম্পর্ক ও সম্পত্তির লোভে মা-বাবাকে নিয়ে তৈরি হয় মিথ্যে গল্পের ফাঁদ। একজন মা কাতর, ক্লিষ্ট অভিজ্ঞতা আর দীর্ঘশ্বাস বুকে চেপে বৃদ্ধাশ্রমে চলে আসেন—নিরাসক্ত এবং একাকী। অসহায় ও নিঃসঙ্গ এই বৃদ্ধ বাবা-মায়েরা কোথায় চলে যান? কোথায় আশ্রয় মেলে তাদের? ভেজা চোখের ন্যুব্জপ্রায় মানুষগুলো ঠিকানা খুঁজে ফেরেন। ঠিকানা কি আদৌ খুঁজে পান? সংসারে মার খাওয়া, ঠিকানা হারিয়ে ফেলা একঝাঁক বিষণ্ণ মানুষের শেষ ঠিকানা—বৃদ্ধাশ্রম। এই আখ্যান একজন দুঃখী মা এবং বহু অসহায়-বেদনাময় জীবনেরও। ’
 
মাসউদ আহমাদ বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত। তার এ বইটিসহ ঘরে বসে বইমেলার যেকোন বই পেতে ভিজিট করুন rokomari.com-এ। অথবা কল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
টিকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।