ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় খান চমনের মুক্তিযুদ্ধের উপন্যাস 'ভূমিকন্যা'

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মেলায় খান চমনের মুক্তিযুদ্ধের উপন্যাস 'ভূমিকন্যা'

বইমেলা ঘুরে: একই সঙ্গে থাকলে বা বসবাস করলে স্বপ্নগুলোও এক হবে তা নয়। আলাদা হতে পারে দর্শন-রাষ্ট্রভাবনা।

এমন কাহিনীতে এগিয়েছে উপন্যাসের গল্প। নাম 'ভূমিকন্যা'। কাহিনীর সময়কাল আমাদের মহান মুক্তিযুদ্ধ, যাতে নায়ক-নায়িক‍া দু’জনেই বীর মুক্তিযোদ্ধা।

খান চমন-ই-এলাহির লেখা এ উপন্যাস ইতোমধ্যে মেলায় বেশ পাঠক টেনেছে। যা প্রকাশ করেছে 'চেতনায় ঐতিহ্য' প্রকাশনী। বইটির প্রচ্ছদেই যেন এক আকর্ষণ- মন্তব্য লেখকের। পাশাপাশি নিজের লেখনি নিয়ে কিছু না বললেও গল্পের মধ্যদিয়ে অতীতের বোধ রয়েছে উপন্যাসে- জানালেন তেমনটাই।

বইয়ের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। লেখক খান চমন-ই-এলাহি পেশায় আইনজীবী। সেই সঙ্গে লিখে যাচ্ছেন নিয়মিত, এর আগে তার আরও ৫টি বই বের হয়। খান চমনের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আইএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।