ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

এক মাসের বিশ্লেষণ

মেলায় নতুন বইয়ের সংখ্যা কমেছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
মেলায় নতুন বইয়ের সংখ্যা কমেছে ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় গতবছরের তুলনায় এবার নতুন বইয়ের সংখ্যা কমেছে। গতবছর বইমেলা কেন্দ্র করে বই এসেছিলো ৩ হাজার ৭শটি।

এবার এসেছে ৩ হাজার ৪৪৪টি। গতবারের তুলনায় এবার ২৫৬টি বই কম প্রকাশিত হয়েছে।

প্রতিবারই কবিতার বইয়ের সংখ্যা থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে কবিতার বই প্রকাশের দিক দিয়ে গতবারের চেয়ে এগিয়ে এবারের বইমেলা। গতবছর নতুন কবিতার বইয়ের সংখ্যা ছিল ৮৭৭টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯টি। অর্থাৎ, গতবারের চেয়ে এবার ৬২টি কবিতার বই বেশি প্রকাশ হয়েছে। তবে নতুন উপন্যাস কমেছে এবার। গতবার যেখানে ৬২৯টি উপন্যাস এসেছিলো, এবার এসেছে ৫২৯টি।

মেলার শেষ দিন বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবার পুরো ফেব্রুয়ারি জুড়ে মেলায় বই এসেছে উপন্যাস ৫২৯, প্রবন্ধ ১৯৭, কবিতা ৯৩৯, গবেষণা ৪৫, ছড়া ১১২, শিশুতোষ ১৬২, জীবনী ৮১, রচনাবলি ১২, মুক্তিযুদ্ধ ১০১, নাটক ১২, বিজ্ঞান ৫৩, ভ্রমণ ৫৪, ইতিহাস ৪৮, রাজনীতি ১৫, স্বাস্থ্য ২৫, কম্পিউটার ৯, রম্য ১৮, ধর্মীয় ৩২, অনুবাদ ২৫, অভিধান ৬, সায়েন্স ফিকশন ৪৫ এবং অন্যান্য ৪২১টি সহ মোট ৩ হাজার ৪৪৪টি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।