ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

মেলায় ৪২ কোটি টাকার বই বিক্রির রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
মেলায় ৪২ কোটি টাকার বই বিক্রির রেকর্ড ছবি: জি এম মুজিব‍ুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: বই বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬। রেকর্ড ভেঙে এবারের মেলায় মোট বিক্রি হয়েছে ৪২ কোটি টাকার বই।

যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

৪২ কোটি টাকার মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্য সবগুলো প্রকাশনা সংস্থার বিক্রি ৪০ কোটি ৫০ লাখ টাকার বই।

গতবছর অর্থাৎ, ২০১৫ সালের মেলায় বিক্রি হয় ২১ কোটি ৯৫ লাখ টাকা। গতবছরের তুলনায় এবছর বেশি বিক্রি হয়েছে ২০ কোটি ৫ লাখ টাকার বই। এর আগের বছর অর্থাৎ, ২০১৪ সালের মেলায় হয় প্রায় ১৬ কোটি টাকার বই বিক্রি হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।