ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

কক্সবাজারে বসন্তের বই উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কক্সবাজারে বসন্তের বই উৎসব শুরু অনুষ্ঠানে বক্তারা/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ৩দিন ব্যাপী বসন্তের বই উৎসবের আয়োজন করেছে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

শিরীন আখতার বলেন, বই মানুষের মনের চাহিদা মিটিয়েছে যুগ যুগ ধরে।

কক্সবাজারের মতো একটি জেলা শহরে এতো সংখ্যক লেখকের বই এক স্থানে নিয়ে আসা অনেক কষ্টকর একটি উদ্যোগ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস রক্ষিত, কবি সিরাজুল হক সিরাজ, কবি মানিক বৈরাগী, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, ইঞ্জিনিয়ার কে পাল, প্রবীর বড়ুয়া, নাসির উদ্দিন আহমদ, মোহাম্মদ আলী জিন্নাত, বোরহান মাহমুদ, সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী প্রমুখ।

এ সময় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা হয়। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

শেষে রায়হান উদ্দিন ও মনিকা বড়ুয়া পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) আবৃত্তি, কবি লেখকদের আড্ডা ও লোকগান এবং শেষ দিন মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) লেখক আড্ডা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
টিটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।